মধুর প্রতিশোধ। মাত্র চারদিন আগে ইংলিশ লিগে লিভারপুলের কাছে ৩-১ গোলে হেরেছিল আর্সেনাল। লিগকাপে লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে দারুণ প্রত্যাবর্তন গানারদের।
জয়ের নায়ক আর্সেনাল গোলরক্ষক বার্ন্ড লেনো। টাইব্রেকে ডিভক অরিগি আর হ্যারি ইউলসনের শট দারুন ভাবে প্রতিহত করেন সাবেক লেভারকুসেন গোলরক্ষক। বিপরীতে মোহামেদ এলনিনি ব্যর্থ হলেও জো উইলকের শটে আনন্দে ভাসে আর্তেতা শীষ্যরা।
শুধু টাইব্রেকে নয় ম্যাচের পুরোটা সময় জুড়ে বাধার দেয়াল হয়েছিলেন লেনো। দিয়াগো জতার হেডার, মিনামিনো-মোহামেদ সালাহদের যৌথ আক্রমন, ভার্জিল ফনডিকের শট দারুন ভাবে প্রতিহত করেন এ গোলরক্ষক। আট বছর পর এনফিল্ডে আর্সেনালকে ক্লিনশিট রাখলেন কোন লেনো।
অবশ্য শেষ দিকে সুযোগ এসেছিলো আর্সেনালেরও। নিকোলাস পেপের ক্রস থেকে রব হোল্ডিংয়ের হেডার ফিরিয়ে দেন আদ্রিয়ান।