আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শূন্য রানে ভাঙে মুম্বাইয়ের ওপেনিং জুটি। কটরেলের শিকার হয়ে ফিরে যান কুইন্টন ডি কক। এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে ২১ রানের জুটি গড়েন রোহিত শর্মা।
সূর্য ১০ করে আউট হলেও অর্ধশতক তুলে নেন অধিনায়ক। করেন ইনিংস সর্বোচ্চ ৭০ রান। ঈশান কিশান করেছেন আটাশ। ৪ উইকেটে ১৯১ রানে থামে মুম্বাই। সাতচল্লিশে ম্যাচসেরা কাইরন পোলার্ড এবং ত্রিশে অপরাজিত ছিলেন হারদিক পান্ডিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করে পাঞ্জাব। সর্বোচ্চ ৪৪ করেছেন নিকোলাস পুরান। মায়াঙ্ক আগারওয়ালের অবদান পঁচিশ। ২২ রানে অপরাজিত ছিলেন কৃষ্ণাপা গৌতম।
দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, রাহুল চাহার ও জেমস প্যাটিনসন।