আজ রাত পৌনে ৪ টায় আমেরিকার উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব। শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ বাতিল হওয়ায় নিষেধাজ্ঞা শেষ হলেও আপাতত মাঠে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। তাই অখন্ড অবসরে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে। সে লক্ষ্যে ২৫দিন বিকেএসপিতে অনুশীলনও করেছেন তিনি।