চারদিনের রিফ্রেশমেন্ট বিরতি শেষে আবারো মাঠে ক্রিকেটাররা। স্বস্তি আর অনিশ্চয়তাহীন এক সেশনে রাসেল ডমিঙ্গো অ্যান্ড কোম্পানি।
শ্রীলঙ্কা সফর হওয়া না হওয়ার বিরক্তিকর আলোচনা নেই, নেই এক দিন আগে হওয়া করোনা পরীক্ষায় কোনো পজিটিভ ক্রিকেটার। কতদিন পর সুখি টিম টাইগার্স মিরপুরের হোম অব ক্রিকেটে। নির্ভার হবার উপলক্ষ আছে আরো ব্যক্তিগত এরপর দলগত অনুশীলনে দীর্ঘ প্রস্তুতির পর এবার মাঠের প্রতিদ্বন্দ্বীতায় ফেরার অপেক্ষা। নিজেদের মাঝে তিন প্রস্তুতি ম্যাচের প্রথমটা শুক্রবার। মার্চের পর প্রায় সাত মাসের অপেক্ষা ম্যাচে ফিরছেন তামিম-মুশফিক-মাহমুদুল্লাহরা।
এবছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই বাংলাদেশের। তাই দলগঠন সংক্রান্ত জটিল হিসাব-নিকাশের বাইরে নির্বাচক প্যানেল। যে মোড়কেই হোক ক্রিকেটাররা ম্যাচে ফেরায় আছে যেমন স্বস্তি ঠিক তেমনি নেই প্রত্যাশার চাপ। মুমিনুল-তামিমরা ক্রিকেটটা উপভোগ করুক তাই চাওয়া বাশারের। দুই দলের নেতৃত্বের একটায় থাকবেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক আর অন্যটার তামিম ইকবাল। দুই দিনের ম্যাচে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেয়া লক্ষ্য ম্যানেজমেন্টের।