তিনদিনের মাথায় আবারও অ্যানফিল্ডে অলরেডদের আতিথ্য নেবে গানাররা। যদিও প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলের জয় বাড়তি আত্ববিশ্বাস যোগাচ্ছে লিভারপুলকে। করোনা ভাইরাসে আক্রান্ত থিয়াগো আলকানতারাকে পাবেনা স্বাগতিকরা। ইনজুরির কারণে এ ম্যাচেও সাইডলাইনে থাকবেন জর্ডান হেন্ডারসন। আর্সেনাল জার্সিতে অভিষেক হতে পারে আইসল্যান্ড গোলরক্ষক অ্যালেক্স রানারসন।
স্প্যানিশ লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বার্সেলোনা। প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-০ গোলের দারুণ জয়ে ফুরফুরে রোনাল্ড কোম্যানের শীষ্যরা।