শেষ ম্যাচের তিক্ত হারের পেছনে ফেলেছে ম্যানচেষ্টার সিটিও। ৩-০ গোলের জয় সহজ জয়ে ইংলিশ লিগ কাপে বার্নলি বাধা টপকেছে গার্দিওলার দল।
গোল করে ও করিয়ে ম্যাচের নায়ক রাহিম স্টার্লিং। বিরতির আগে সিটিজেনদের হয়ে নতুন মৌসুমে গোলের খাতা খোলেন ইংলিশ স্ট্রাইকার। ৪৯ মিনিটে ব্যবধান করেন দ্বিগুন। ম্যাচের অপর গোলের কারিগরও স্টার্লিং। নাম্বার সেভেনের অ্যাসিস্ট থেকে ব্যবধান ৩-০ করেন ফেরান তোরেস।
বিতর্ক পেছনে ফেলে স্বস্তি ফিরেছে ম্যানচেষ্টারের আরেক ইউনাইটেডেও। চারদিনের মাথায় দ্বিতীয়বার ব্রাইটনের বিপক্ষে খেলতে নেমে ৩-০ গোলের জয় পেয়েছে রেড ডেভিলরা। বিরতির আগে অতিথিদের এগিয়ে দেন স্কট ম্যাকটোমিনে। দ্বিতীয়ার্ধে ব্যধান বাড়ান, হুয়ান মাতা ও পল পগবা।
যদিও জয় পেতে স্প্যানিশ লিগে ঘাম ঝড়াতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ভিনিসিয়ুস জুনিয়রের একামাত্র গোলে ভায়াদোলিদকে হারিয়েছে চ্যাম্পিয়নরা।