করোনার কারণে স্থগিত হওয়া ৬টি সিরিজ আয়োজনে অগ্রাধিকার দিচ্ছে আইসিসি। যার মধ্যে বাংলাদেশেরই আছে ৩টি। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ, আর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আটকে আছে টাইগারদের পূর্ণ টেস্ট সিরিজ। এছাড়া স্থগিত হওয়া শ্রীলঙ্কা-ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সিরিজও শুরুর ব্যাপারে উপায় খুঁজছে আইসিসি। দ্রুত সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও নভেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ডে ক্রিকেট ফিরতে পারে বলেও আভাস দিয়েছেন অ্যালারডাইস।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে সুপার লিগে ঠাসা এফটিপির উপর চাপ কমাতে আগামী বছর প্রস্তাবিত টি টোয়েন্টি লিগ নাও হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অ্যালারডাইস।