গেলো বছর অক্টোবরে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেয় আইসিসি। ২০২১ এর জানুয়ারিতে বিশ্বআসরটি হবার কথা বাংলাদেশে। বৈশ্বিক টুর্ণামেন্টকে সামনে রেখে অনূর্ধ্ব ১৯ এর একটি প্রাথমিক স্কোয়াডও গঠন করেছিলো বিসিবি। তবে করোনার কারনে প্রস্তুতিই শুরু করতে পারেনি বয়সভিত্তিক দলটি।
সেক্ষেত্রে এ বিশ্বআসরের ভবিষ্যত কি তা অজানা বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম নাদেলের।
জাতীয় দলসহ সব ক্রিকেটারের করোনা পরীক্ষার কথা বলেছিলো বিসিবি। তবে সেসময় বলা হয়নি নারী ক্রিকেটারদের কথা। উইমেন্স উইং চেয়ারম্যানও জানালেন আপাতত নারী ক্রিকেটারদের করোনা পরীক্ষার পরিকল্পনা নেই।
অস্ট্রেলিয়ায় নারী বিশ্বকাপে ব্যর্থতার পর কোচিং স্টাফে ছাটাইয়ের গুঞ্জন ওঠলেও, বর্তমান পরিস্থিতিতে কিছুটা নমনীয় বিসিবি।