মঙ্গলবার হঠাৎই ফুটবল ভবনে বাংলাদেশ কোচ জেমি ডে। দেশে ফিরেছেন সপ্তাহ ফুরায়নি। এরপর থেকে গন্তব্য চলমান প্রিমিয়ার লিগের ভেন্যু থেকে ভেন্যু। লক্ষ্য জাতীয় দলের শিষ্যদের পরখ। সাথে নতুনের সন্ধান। আর পরিকল্পনায় জাতীয় দলের ক্যাম্প।
জেমি ডে বলেন, আমাদের দশ দিনের ক্যাম্প হবে। এখন চূড়ান্ত হয়নি ১৫ নাকি ১৬ তে শুরু করবো। তবে ৪-৫ দিন ঢাকায় শুরু করে সিলেটে যাব।
দুই রাউন্ডের পর্যবেক্ষণে হতাশ বাংলাদেশ কোচ। তার স্কোয়াডের বেশির ভাগ ফুটবলারই যে ক্লাব দলে আছেন বেঞ্চে। যারা খেলছেন তাদের পজিশন নিয়েও ক্ষুব্ধ কোচ।
জেমি ডে বলেন, 'আমি ম্যাচ দেখছি। কিছুটা হতাশ আমি, জাতীয় দলের ছয় থেকে সাত ফুটবলার বদলি হিসেবে খেলছে, কেউ কেউ এখনও নামতেই পারেনি। তিন সপ্তাহ আছে, দেখি কে স্কোয়াডে থাকে আর কে বাদ পড়ে। দুই একটা পরিবর্তন থাকবে স্কোয়াডে।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ মার্চ আফগানিস্তানের সাথে এই ম্যাচকে সামনে রেখে সিলেট জেলা স্টেডিয়াম সাজছে নতুন রুপে। ফেডারেশন ইতোমধ্যেই চাহিদার কথা জানিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে।