বাংলাদেশের অনুশীলনে নতুনত্ব।
ফুটবল পাসিংয়ে তামিম ইকবাল বাকী সতীর্থদের সাথে পেরে ওঠেননি। শাস্তি তাই উল্টো ঘুরে রাহী মোস্তাফিজদের জোড়ালো শট শরীরে খাওয়ার। ভীত তামিম বারবার পেছন ঘুরে দেখছিলেন। তবে একজনও বাংলাদেশ ওপেনারকে আঘাত করতে পারেননি। শুরুর সেই মজা মুহূর্তেই শেষ। শিষ্যদের নিয়ে অনুশীলনে মনোযোগী হেড কোচ রাসেল ডমিঙ্গো।
দুমাস পর জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। পাকিস্তান সফরে না যাওয়া ফিল্ডিং কোচ রায়ান কুকও ফিরেছেন। স্কোয়াডের ১৬ জনকেই উদ্যমী রাখতে তৎপর গিবসন কিংবা ভিলাভারায়েনেরাও। ব্যর্থতায় গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা বাংলাদেশ ক্যাম্পে।
সাম্প্রতিক বাংলাদেশের বাজে ব্যাটিং যতটা নজরে এসেছে, দৃষ্টিকটু ফিল্ডিং তারচেয়েও কোন অংশে কম ভোগায়নি। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু পাননি বোলাররা। হেরে যাওয়া শেষ ছয় টেস্টের ৫টিতেই প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারেনি দল।
গত দুই বছরে টেস্ট ক্রিকেটে কোন সেঞ্চুরি পার্টনারশিপ নেই বাংলাদেশের। তামিম, সাদমান ইমরুল, সৌম্য যেই খেলেছেন নতুন বলে প্রথম দুই ব্যাটসম্যানে জুটি হয়নি। রাওয়ালপিন্ডি টেস্ট থেকে তামিমের নতুন জোড়া সাইফ দলের শুরুটা ভালো এনে দিতে চান।
প্রস্ততি ম্যাচ খেলে ক্লান্ত জিম্বাবুয়ের ছিলো ঐচ্ছিক অনুশীলন। ওই ম্যাচে না খেলা দুই অভিজ্ঞ ব্রেন্ডন টেলর আর সিকান্দার রাজাকে দেখা গেল নেটে বাংলাদেশের স্পিন সামলানোর কৌশল রপ্ত করতে।
বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ফ্ল্যাট উইকেটে খেলে প্রস্তুতি সেরেছে জিম্বাবুয়ে। তবে মিরপুরে একমাত্র টেস্টে মিলছে স্পোর্টিং উইকেটের আভাস।