channel 24

সর্বশেষ

 • নারীকে দাফনের পর জানা গেলো করোনা আক্রান্ত; ১০০ পরিবার লকডাউনে

 • মক্কা-মদিনায় কারফিউ জারি

 • করোনাভাইরাসে বিশ্বে প্রাণহানি ৫০ হাজার ২৩০

 • সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা ওমানফেরত একজনের মৃত্যু

 • রাঙ্গামাটি জেলা প্রশাসকের ব্যতিক্রম ত্রাণ বিতরণ

 • করোনা শনাক্তে বিনামূল্যে নমুনা পরীক্ষা শুরু

 • দরকার ছাড়া বেরুলেই ফেরত পাঠানো হচ্ছে ঘরে

 • সপ্তাহ না পেরুতেই ধৈর্যহারা নগরবাসী; দরকার ছাড়াও বেরুচ্ছেন বাইরে

 • পিপিই পরে সাঈদ খোকনের ত্রাণ বিতরণ

 • মুখে মাস্ক পরে ফ্লিমি স্টাইলে ফার্মেসিতে ডাকাতি

 • স্পেনে একদিনে প্রাণহানি ৯৫০, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

 • করোনা গিলে খাচ্ছে গোটা বিশ্ব; প্রাণহানি ৫০ হাজার ছাড়িয়েছে

 • গ্রামীণ জনপদে দূরত্ব বজায় রেখে চলাচল কতটা সম্ভব?

 • চট্টগ্রামে সরকারি-বেসরকারি হাসপাতালে কমেছে রোগী, বন্ধ প্রাইভেট চেম্বারও

 • গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা: আইইডিসিআর

কন্ডিশনকে কাজে লাগিয়ে টেস্ট জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে

কন্ডিশনকে কাজে লাগিয়ে টেস্ট জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে

মিরপুরে প্রথম দিন অনুশীলন করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে টেস্ট জয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক ক্রেইগ আরভিন। সাকিব আল হাসানের অনুপস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে সফরকারীরা।

মিরপুরের হোম অব ক্রিকেট বড্ড চেনা আরভিন, টেলর, এমপফুদের। আন্তর্জাতিক ক্রিকেটতো বটেই, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত মুখ জিম্বাবুয়ের ক্রিকেটাররা।

তাই ঢাকায় পৌঁছেই নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে হাজির পুরো দল। পাঁচ মাস পর আসলেও চেনা কন্ডিশনের সুযোগ নিতে চান অন্তর্বর্তী অধিনায়ক ক্রেইগ আরভিন।

জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, বাংলাশে আমাদের কাছে খুব চেনা। আমরা জানি এখানে কোন কন্ডিশনে খেলতে হবে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারবো। যা আমাদের ভাল খেলতে সাহায্য করবে।

সঙ্গে সাকিব আল হাসানের অনুপস্থিতিকে বড় অ্যাডভান্টেজ হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশের সমস্যা নিয়ে না ভেবে এই সুযোগ কাজে লাগাতে চান জিম্বাবুয়ে অধিনায়ক।

ক্রেইগ আরভিন বলেন, সাকিব আল হাসান নেই। সেটা আমাদের জন্য বড় সুবিধা। আমরা তা কাজে লাগাতে চাই। বাংলাদেশের জন্য কি দুর্বলতা বা অসুবিধা সেগুলো নিয়ে ভাবতে চাই না।

কন্ডিশন আর বাংলাদেশের দুর্বলতাকে পুঁজি করে নিজেদের লক্ষ্য অর্জনে অনড় জিম্বাবুয়ে। আর সেই লক্ষ্য একটাই জয়।

ক্রেইগ আরভিন বলেন, আমরা জিততে চাই। শ্রীলঙ্কার বিপক্ষে অনেকদিন পর টেস্টে খেলেছি। সেই ম্যাচের ভাল পারফরম্যান্স আমাদের আশা দেখাচ্ছে। সেখান থেকে প্রেরণা নিয়ে আমরা এখানে জিততে চাই।

মঙ্গলবার বিকেএসপিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্পোর্টস 24 খবর