৩ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। ৬৮ রান করা শান মাসুদকে ফিরিয়ে অজিদের প্রথম সাফল্য এনে দেন নাথান লায়ন। এরপর সেট হওয়া আসাদ শফিকও শিকার হন এই স্পিনারের। তার ব্যাট থেকে আসে ৫৭ রান।
তবে অন্যদের ব্যর্থতায় ২৩৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ক্যারিয়ারে ১৬তম বার ইনিংসে ৫ উইকেট শিকার ন্যাথান লায়নের। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে দারুণ ছন্দে অজিরা।
১৯৯৫ সালে অস্ট্রেলিয়ায় সর্বশেষ টেস্ট জিতেছিল পাকিস্তান। ১৯৯৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত টানা ১৪টি টেস্টের সবগুলোতেই হেরেছে।