রোববার (২৪ নভেম্বর) কলকাতা টেস্ট শেষে, রাত সাড়ে দশটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
সোয়া দুইদিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের তিনদিন আগে ফেরা শুরু করেছেন ক্রিকেটাররা। আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে বাকিদের।
ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরলেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে হারে টাইগাররা।
টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, গোলাপি বলে কেউ খেলেনি এর আগে, তার মধ্যা আবার দিন-রাত। সবাই খুব মন থেকে চাচ্ছিলো ভালো কিছু করার জন্য, যদিও আমরা এমন আশানুরূপ কিছু করতে পারি নাই। একারণে সবাই একটু হতাশ। যে ভুলগুলো আমরা এখন করেছি, সেগুলো থেকে ভবিষ্যতে আমরা শিক্ষা নিব।