বৃহস্পতিবার (২১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেট ও ৬১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা।
টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। হাসান মাহমুদের বোলিং তোপে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সামিউল্লাহ শিনওয়ারির দল। প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরান হাসান মাহমুদ। তবে মিডল অর্ডারে দারউইস রাসুলির দৃঢ়তায় ৯ উইকেটে ২২৮ রানের পুজি গড়ে আফগানরা। ব্যক্তিগত ১১৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হোন রাসুলি। হাসান মাহমুদ ও সৌম্য সরকারের শিকার ৩টি করে উইকেট।
২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ রানেই ওপেনার মোহাম্মদ নাঈমের (১৭) উইকেট হারায় বাংলাদেশ। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ১০৭ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন। ৫৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬১ রানের অসাধারণ এক ইনিংস খেলে সৌম্য বিদায় নিলে ভাঙে এই জুটি।
আবদুল ওয়াসির বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে শান্তর ব্যাট থেকে আসে ৬৮ বলে ৫৯ রানের ইনিংস। তার এই ইনিংস ৫ চার ও ১ ছক্কায় সাজানো। এরপর বাকি পথ অবিচ্ছিন্ন থেকে পার করেন ইয়াসির আলী ও আফিফ হোসেন। ইয়াসির ৩৮ রানে আর আফিফ ৪৫ রানে অপরাজিত থাকেন।