শুক্রবারের দিবা-রাত্রির ম্যাচের আগে নতুন কন্ডিশনে মানিয়ে নেয়ার চেষ্টা ছিলো ক্রিকেটারদের। সকাল সাড়ে ১০টায় ইডেন গার্ডেন্সে অনুশীলনে নামে বাংলাদেশ। দীর্ঘসময় নেটে ব্যাটিং-বোলিং প্র্যাক্টিস করে ক্রিকেটাররা। আলাদা করে ফিল্ডিং সেশনেও অংশ নেয় ইমরুল-মিরাজরা। গোলাপী বলে দিবা রাত্রির কলকাতা টেস্ট হলেও বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করবে টিম বাংলাদেশ।
শুক্রবার থেকে শুরু কলকাতা টেস্ট। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি আবারো মনে করিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে খেলা কতটা কঠিন আর চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশের স্পিনারদের দায়িত্বটাও যে এবার আলাদা থাকবে তাও জানিয়েছেন।