নির্বাচনের মাত্র কয়েক মাস আগে গাজীপুরের এই এজিএম নানা কারণে ছিল আলোচিত। কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে কংগ্রেসকে সফল বলছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।
তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো এজিএম করছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি। ঢাকার অদূরে গাজীপুরের একটি রিসোর্টে শুরু হয় এবারের বার্ষিক সাধারণ সভা। ১৩৮ কাউন্সিলরের মধ্যে সভায় যোগ দেন ১৩৫জন।
দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ইস্যুতে ফেডারেশন কর্তাদের সাথে আলোচনায় বসেন জেলা ও বিভাগীয় কাউন্সিলররা। যেখানে অনুমোদন মিলেছে ফেডারেশনের গত তিন বছরের আর্থিক বিবরণী হিসাব। অবকাঠামো উন্নয়ন ও সাবেক খেলোয়াড়-সংগঠকদের প্রয়াণে শোক প্রস্তাবসহ বিভিন্ন সিদ্ধান্ত এসেছে বার্ষিক সাধারণ সভায়।
এছাড়া ফেডারেশনের ২১ এক্সপো সদস্যের ভোটের বিষয়েও আলোচনা হয়েছে। রূদ্ধদ্বার বৈঠকে গনমাধ্যমকর্মীদের প্রবেশ সংরক্ষিত রেখেছে ফেডারেশন।