৭ উইকেটে ৮৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা। ৩০ রান তুলতেই অল আউট হয় ১১৭ রানে। ৬ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ক্যারিবীয়দের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। ৪ উইকেট হারিয়ে সফরকারীরা ইনিংস ঘোষণা করে ১৬৮ রানে। রাহানে ৬৪ আর হনুমা বিহারি অপরাজিত ছিলেন ৫৩ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে টেস্ট পঞ্চম দিনে নিতে পারেনি স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ করেছেন ব্রুকস। রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি নিয়েছেন তিনটি করে উইকেট। ইশান্ত শর্মার শিকার দুটি। ম্যাচসেরা বুমরাহ নিয়েছেন ১ উইকেট।
ম্যাচ জেতায় টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০ পয়েন্ট পেয়েছে ভারত।