টেস্ট একাদশে অটোমেটিক চয়েজ মেহেদী হাসান। ঘরের মাটিতে প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম এ স্পিন অল রাউন্ডার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট মিলিয়ে ১০ ম্যাচে ৫৮ উইকেট তারই প্রমান। এবার আফগানিস্তানের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় মেহেদী।
শনিবার ফিল্ডিং অনুশীলনের সময় বা হাতের তর্জনীতে আঘাত পেয়েছিলেন। শেষ পর্যন্ত যা দু:সংবাদে রুপ নেয়নি। স্বাগতিক হিসেবে প্রত্যাশা, ফেভারিট হওয়ার চাপ, সঙ্গে আফগানদের স্পিন ভেলকি সামলাতে কতটা প্রস্তুত টিম বাংলাদেশ?
রাসেল ডমিঙ্গোর পাঠশালার চতুর্থ দিনের শুরু ফিটনেস ট্রেনিং দিয়ে। সবাই যখন জিমে ঘাম ঝড়াচ্ছেন তখন হোম অব ক্রিকেটের সেন্টার উইকেটে নি:সঙ্গ পরিশ্রম অধিনায়ক সাকিব আল হাসানের। আফগান স্পিনারদের সামলে নিতে দুদিন ধরে স্লো বল মোকাবেলা করছেন তিনি। ফিল্ডিং সেশনে অবশ্য দেখা যায়নি বিশ্ব সেরা অল রাউন্ডারকে।