রাতের অপর ম্যাচে সাইপ্রাসকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। একই ব্যাবধানে পোল্যান্ড হারিয়েছে লাটভিয়াকে। হাঙ্গেরি ২-১ গোলে ক্রোয়েশিয়াকে আর একই ব্যবধানে বেলারুশকে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড।
ইয়োহান ক্রুইফ এরিনায় প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে পরিস্কার আধিপত্য ছিলো জার্মানির। জোয়াকিম লোর বদলে যাওয়া দল লিড নেয় ১৫ মিনিটে। লেরয় সানে এগিয়ে দেন দলকে।
৩৪ মিনিটে সফরকারীদের হয়ে ব্যবধান দ্বিগুন করেন সার্জ গেনারবি।
বিরতির পর লড়াইয়ে ফেরে নেদারল্যান্ডস। ৪৮ মিনিটে ডাচদের হয়ে এক গোল শোধ দেন মাথিস ডি লিট।
৬৩ মিনিট স্কোরলাইনে ২-২ এর সমতা আনেন মেম্ফিস ডিপায়। তবে নাটকীয় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ মিনিটে।
স্বাগতিকদের হতাশ করে জার্মানির ৩-২ এর জয় নিশ্চিত করেন নিকো শুলজ।
১৯৯৬ এর পর নেদারল্যান্ডসের মাটিতে এটি জার্মানির প্রথম জয়।