ঢাকা   বৃহস্পতিবার , ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ০৮ আগস্ট ২০২৫

১৭ বছর বয়সে অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১৯:১১, ০৮ আগস্ট ২০২৫

১৭ বছর বয়সে অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড

ক্রোয়েশিয়ার অধিনায়ক জ্যাক ভুকুসিচ। ছবি- সংগৃহীত

ক্রোয়েশিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ভুকুসিচ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন। মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করার মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রেকর্ড করেছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এই ইতিহাস গড়ার ম্যাচে ভুকুসিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া দুটি ম্যাচ খেললেও দুর্ভাগ্যবশত তার দল দুটিতেই হেরে যায়।সাইপ্রাসের বিপক্ষে প্রথম ম্যাচে ভুকুসিচ ব্যাট হাতে ৩২ বলে ৪৩ রান করেন কিন্তু তার ইনিংসের পরও ৫৮ রানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে ক্রোয়েশিয়া।

গত বছর বেয়ার ইউয়ারদিঙ্গেন ক্রিকেট গ্রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ভুকুসিচের। তার প্রথম ছয় ম্যাচে ৩২.৮৩ গড় এবং ১৩৮.৭৩ স্ট্রাইক রেটে ১৯৭ রান করার পাশাপাশি ৯.১৮ ইকোনমি রেটে ৬ উইকেটও নেন তিনি।

আরও পড়ুন : দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাবর

আরও পড়ুন : স্ত্রীর জন্মদিনে তাসকিনের আবেগঘন বার্তা

এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু তরুণ অধিনায়কের নেতৃত্বে রেকর্ড তৈরি হয়েছে। ২০২২ সালে ফ্রান্সের নোমান আমজাদ ১৮ বছর ২৪ দিন বয়সে চেক রিপাবলিকের বিপক্ষে নেতৃত্ব দেন এবং ২০২৩ সালে কার্ল হার্টমান ১৮ বছর ২৭৬ দিন বয়সে স্পেনের বিপক্ষে আইসল অব ম্যানের অধিনায়কত্ব করেন।

আরও পড়ুন : ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে লর্ডসের এক টুকরা ঘাস

আরও পড়ুন : ১২ হাজার টাকার বাসায় বিসিবি সভাপতির থাকা নিয়ে দুঃখ প্রকাশ ইমরুলের

ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্বের রেকর্ডটি আফগানিস্তানের রশিদ খানের দখলে। তিনি ১৯ বছর ১৬৫ দিন বয়সে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন, আর টেস্টে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে মাত্র ২০ বছর ৩৫০ দিন বয়সে দলকে নেতৃত্ব দেন।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

আরই

আরো পড়ুন