পশ্চিমবঙ্গে শক্তঘাটি গড়তে মরিয়া বিজেপি। তাই আসন্ন ২৭ মার্চের নির্বাচন ঘিরে নানা ছক কসতে ব্যস্ত দলটির নীতিনির্ধারকরা।
সমীক্ষা বলছে, তৃণমূল থেকে এখনও পিছিয়ে বিজেপি ৪২ শতাংশ আসন জুটতে পারে তৃণমূলের, বিজেপির ৩৭ শতাংশ এবং কংগ্রেস বাম জোট পেতে পারে বাকি ১৭ শতাংশ আসন।
আর্ন্তজাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আসন্ন এই নির্বাচন ঘিরে বিজেপির পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের বঞ্চিত গোষ্ঠির ভোট বাগাতে যাবেন গোপালগঞ্জ ও সাতক্ষীরায়।
ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামীতে ভারতকে এই অঞ্চলের মোড়ল হতে হলে বাংলাদেশকে পাশে রাখার বিকল্প নেই বলেও, মত, বিশ্লেষকদের।