যেন কল্পনার সব রঙ ডানা মেলেছে আল্পনায়। রাজশাহী নগরীর বিভিন্ন দেয়ালে ফুটে উঠেছে নানা অবয়ব। যাতে শ্রীহীন দেয়ালগুলো যেন কথা বলছে পথচারীর সাথে। এমন সৌন্দর্য নজর কেড়েছে স্থানীয়দের। গণমাধ্যমে জানালেন তাদের ভালোলাগার কথা।
রঙের খেলার এই কারিগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলার শিক্ষার্থী আবুল বাশার। শখের আঁকাআকি থেকে এখন পেশাদার চিত্রশিল্পী তিনি। ইচ্ছে সিটি করপোরেশনের হয়ে রাজশাহী নগরীর সব দেয়াল রাঙানোর। তার এই ইচ্ছে পূরণে আগ্রহী সিটি করপোরেশন।
শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রেস্তোরাঁ, কফি শপসহ এ পর্যন্ত সাড়ে তিনশো দেয়াল চিত্রে কাজ করেছেন আবুল বাশার।