মাটি খুড়তেই দেখা মিললো বিশ্বের বিরল প্রজাতির রেড কোরাল কুকরির। এই প্রজাতির সাপের আবাসস্থল ভারতে হলেও এর দেখা মেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ বাজারে। যদিও নির্মাণ কাজের সময় মাটি খুড়তে গিয়ে কিছুটা আহত হয়।
খবর পেয়ে সাপটি উদ্ধারের পর চিকিৎসার জন্য পাঠনো হয় রাজশাহী পবার সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রে। প্রাণীবিদরা বলছেন, দেশে যে কয়টা প্রজাতির সাপ আছে তাদের তালিকায় যুক্ত হল নতুন একটি নাম। গবেষণার কাজেও আসবে নতুনত্ব।
মূলত রেড কোরাল কুকরি হিমালয় অঞ্চলের সাপ। এছাড়াও ভারতের উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারতেও কয়েকবার দেখা মিলেছে। সারাবিশ্বে এ পর্যন্ত মাত্র২০-২২ বার দেখা গেছে।