দেখে মনেই হবে না এটা কোন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ছোট্ট একটি সাইনবোর্ড আর কাপড়ের ব্যনার স্বর্বস্ব কার্যালয়, নেই কোনো কার্যক্রমও। নীলফামারির সৈয়দপুরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় এটি। অথচ এই নামের কোন বিশ্ববিদ্যালয়ের অনুমোদনই নেই।
অনুমোদন, কার্যক্রম কিংবা শিক্ষার্থী, কোন কিছু না থাকলেও থেমে নেই নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে উপউপাচার্যসহ ১৪৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তী দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। জনবল চাওয়া হয়েছে, উপউপাচার্য ও রেজিস্টারের মত পদেও।
অনুমোদনহীন এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রধান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। জানান, কোনো কিছুই জানা নেই তার। বিষয়গুলো দেখছে তার ছেলে।
খোঁজ মেলেনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দাবি করা আবুল বাসার মো. শরিফুজ্জামান শাহ। গত কদিন ধরেই তিনি বাড়ি ছাড়া।
এরই মধ্যে অনুমোদনহীন এই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অধিকতর তদন্তের জন্য নীলফামারি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি পাঠিয়েছে শিক্ষামন্ত্রনালয়।