channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

চর কুকরি-মুকরিতে করোনা অনেকটাই কাল্পনিক গল্পের মতো

চর কুকরি-মুকরিতে করোনা অনেকটাই কাল্পনিক গল্পের মতো

ভোলার দ্বীপাঞ্চল চর কুকরি-মুকরি। যেখানে সামান্য চিকিৎসার জন্যই ছুটতে হয় বহু দূর। নেই শিক্ষার আলো। সেখানে করোনা অনেকটাই কাল্পনিক গল্পের মতো।

শিক্ষার আলো বঞ্চিত আর গণমাধ্যমের বার্তা না পাওয়া এখানকার মানুষজন, কিছুই জানে না করোনা মহামারি সম্পর্কে।

তাই মাস্ক কিংবা সামাজিক দূরত্বের বালাই নেই দ্বীপের ছোট্ট বাজারের আড্ডায়।

করোনা দূরে থাক, সামান্য অসুখ-বিসুখেও কপালে জোটে না সুচিকিৎসা। কেন না স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সই ভুগছে নানা রোগে।

এখানকার স্বাস্থ্য ব্যবস্থার এমন ভঙ্গুর দশায় করোনার বিধিনিষেধ যেন তাদের কাছে বিলাসিতা।

সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের প্রার্থনা, করোনার থাবা থেকে দূরে থাক, জীবন আঁধারে নিমজ্জিত দূর দ্বীপবাসীদের জীবন।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

চ্যানেল 24 বিশেষ খবর