বহুদিন পর জেগে ওঠা প্রকৃতিতে নতুন দূষণের আভাস।
মাস্ক, হ্যান্ডগ্লাভস কিংবা বিশেষ পোশাক পিপিই করোনাযুদ্ধে অন্যতম হাতিয়ার। তবে যত্রতত্র ফেলায় এসবের বর্জ্য, দূষণের হুমকির সাথে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও।
পরিবেশবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলীর মতে, অতীতে যেভাবে দূষণ হয়েছে করোনাকালে তার মাত্রা আগের চেয়ে বাড়ছে কিনা, তা নিয়েও ভাবা উচিত সবারই।
সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা বলছেন, করোনায় ব্যবহৃত সুরক্ষা সরঞ্জামের বর্জ্য, অন্য বর্জের চেয়ে একদম আলাদা। ঠিকভাবে অপসারণ না হলে, ডেকে আনতে পারে পরিবেশ ও জীবনের বড় ঝুঁকি।
পরিবেশ নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাল ডেভালপমেন্ট এসডোর জরিপ বলছে, গত ২৬ মার্চ থেকে ২৬ এপ্রিল এই একমাসে দেশে মাস্ক, গ্লাভসসহ মোট প্লাস্টিক বর্জ্য তৈরি হয়েছে প্রায় ১৪ হাজার ৫০০ টন। এরমধ্যে সার্জিক্যাল গ্লাভস ও মাস্কের বর্জ্য ছিলো দুই হাজার টনের মতো।