নারী মুক্তিযোদ্ধা বেগম ছালেহা জানান, যে হাতে কলম ধরেছি, আবার সে হাতে অস্ত্র ধরেছি। আমরণ সংগ্রাম করেছি দেশ স্বাধীন করার জন্য। তাই বর্তমান সরকারের কাছে চাওয়া, নারীরা যেন নির্যাতিত না হয় এবং নারীদের অধিকার নিশ্চিত করা।
নারী মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম জানান, বাবা মুক্তিযুদ্ধে গেছেন তাকে হয়ত আহত অবস্থায় কোথাও না কোথাও খুঁজে পাব। তাকে বুকে জড়িয়ে নেব। কিন্তু আর তাকে পাওয়া গেলনা। দেশ যত ছোটই হোক সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। তাই সবাই সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে যেন দায়িত্ব পালন করি। দেশটাকে গড়ার চেষ্টা করি।
আরেক নারী মুক্তিযোদ্ধা আকলিমা খন্দকার জানান, মুক্তিযুদ্ধে যখন বিজয়ী হল সেখানে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে। মুক্তিযুদ্ধের কথা ভাবতে গেলে এখনও কান্না ভেসে আসে। তাই সাহসের সাথে সবাই যদি এগিয়ে যাই তাহলে একদিন জয় হবেই।
বিস্তারিত দেখুন ভিডিওতে .. .. ..