নিরবে জ্ঞানের আলো ছড়াচ্ছেন গাইবান্ধার পলাশবাড়ীর বজলার রহমান। নিজের অর্থায়নে বঙ্গবন্ধুর নামে গড়ে তুলেছেন মনোমুগ্ধকর সাহিত্যকেন্দ্র। লাইব্রেরিতে পাঠকদের জন্য রেখেছেন অনেক দুর্লভ বই। তাছাড়া নিজের লেখা ৫৩টি বইও প্রকাশ করেছেন। পেয়েছেন সরকারি-বেসরকারি সম্মাননা।
বই জ্ঞানের আধার, চির যৌবনা, চির অমলিন আনন্দের উৎস। নিজের অর্থায়নে সেই জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কাজ করছেন গাইবান্ধার পলাশবাড়ী সদরের বজলার রহমান রাজা।
চাকুরি করেছেন কৃষি বিভাগে। পরে নিজ অর্থায়নে মানুষের জন্য নিজ বাড়িতে ২০১৫ সালে গড়ে তোলেন লাইব্রেরি।
বজলার রহমানের এই সাহিত্য কেন্দ্রে রয়েছে দেশি, বিদেশি বিভিন্ন লেখকের হাজারো বই। ছোটদের জন্যও রয়েছে ছড়া, গল্প আর নানা উপন্যাস। বাদ পড়েনি ইতিহাস আর গবেষনার বইও।
বজলার রহমান রাজা বলেন, এটা আমি আমার নিজস্ব চিন্তা-চেতনা, আমার নিজস্ব অর্থায়নে করবো। এর জন্য আমি কারো সাহায্য সহযোগিতা নেব না।
বই পড়তে আশা দূরের পাঠকদের জন্য করেছেন বিনামূল্যে আবাসন ব্যবস্থাও। পাঠকরা জানান, আমরা দূর থেকে আসি এক্ষেত্রে আমাদের নিরাপত্তার একটা ব্যাপার থাকে, এখানেই আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়। এছাড়াও তারা জানান, বই পড়তে ভাল লাগে তাছাড়া এখানে অনেক বই পাওয়া যায়। তাই প্রায় সময় এখানে এসে বই পড়ে থাকি।
দেশের বিভিন্ন জায়গায় এমন সাহিত্য কেন্দ্র গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছেন বজলার রহমান রাজা।