সতীর্থদের নির্যাতন আর নির্মমতায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ। তারপর কেটে যাচ্ছে প্রায় এক মাস। এই মৃত্যু পুরো দেশে জ্বালিয়েছিল প্রতিবাদের স্পুলিঙ্গ। যার ফুলকিতে এখনো পুড়ছে বুয়েট ক্যাম্পাস।
১৬ অক্টোবর থেকে মাঠের আন্দোলনের ইতি ঘটলেও চলছে ক্লাস-পরীক্ষা বর্জন। আবরার হত্যার দ্রুত অভিযোগপত্র দেয়া এজাহারভুক্ত সবাইকে আটক অভিযুক্তদের বহিষ্কারসহ মোট ১০ দফা দাবিতে অটল ছিলেন এই শিক্ষার্থীরা। যা এখনও অব্যাহত।
আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের দাবি, এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে পূরণ হয়েছে তাদের মাত্র দুটি দাবি। সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের নোটিশ জারি হয়েছে। আর হল থেকে বের করা হয়েছে বহিরাগতদের। বাকি দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন এখনও অধরা।
বুয়েট প্রশাসন বলছে, আবরারের হত্যাকারীদের বিচার সম্পর্কিত ৩/৪ টি দাবি পূরণের এখতিয়ার তাদের নেই। বাকিগুলো নিয়ে তারা কাজ করছেন, তবে সময় চান পূর্ণাঙ্গ রূপদানে।