২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় যে ২২জন নিহত হয়েছেন তাদের মধ্যে ৭জনই ছিলেন জাপানি নাগরিক।
এদের ৬জন কর্মরত ছিলেন ঢাকায় চলমান মেট্রো রেল প্রকল্পের পরামর্শক হিসেবে।
ভীনদেশে এসে সন্ত্রাসী হামালায় প্রাণ হারানো ওই প্রকৌশলীদের স্মরণে চলমান মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন স্টেশনের নাম হচ্ছে তাদের নামে। সম্প্রতি এমন একটি খবর প্রচার পায় নানা মাধ্যমে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, হলি আর্টিজান হামলায় নিহত জাপানীদের নামে কোন স্টেশন হচ্ছে না। তাদের স্মরণে হবে দুটি স্মৃতি স্মারক।
ঢাকা ম্যাস ট্রাঞ্জিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, হলি আর্টিজান হামলায় নিহত জাপানীদের নামে মেট্রোরেলের কোনো স্টেশন এর নাম হবে এ রকম কোন কথা সরকার বা ডিএমটিসি থেকে বলা হয়নি। তবে জায়গা ঠিক করা আছে যেখানে ওদের নামে মেমোরিয়াল তৈরি করা হবে।
২০ কিলোমিটার এই পথে যে ১৬টি স্টেশন হবে কোনো কোনো স্টেশনের নামে পরিবর্তন হচ্ছে বলে জানান প্রকল্পের এই শীর্ষ কর্মকর্তা।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের স্টেশনটার নাম ছিল টিএসসি, কিন্তু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় নামে দেশ এবং দেশের বাইরে সবাই চিনে সেজন্য টিএসসির নাম পরিবর্তন করে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় করে হবে।
মেট্রোরেলের পথ এতোদিন যদিও ছিলো উত্তরা টু মতিঝিল তবে সংশোধিত প্রকল্পে সেই আকার বেড়েছে আরো ১ কিলোমিটার কমলাপুর রেল স্টেশন পর্যন্ত।
ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, কমলাপুরে প্রতিদিন প্রচুর ট্রেন আসছে, যাত্রীরা অনেক লম্বা একটা পথ অতিক্রম করে আসে, তাই তাদের সুবিধার জন্য মেট্রোরেল স্টেশন কমলাপুর রেল স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বলা হচ্ছে ২০২১ সালের মধ্যে শেষ হবে পুরো এই পথের নির্মাণ কাজ। আর আগামী বছরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখানে চলবে মেট্রোরেল।
নিউজটির বিস্তারিত প্রতিবেদন ভিডিওতে-