গত ১৬ জানুয়ারি দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে কো চেয়ারম্যান জি এম কাদেরকে, নিজের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব দেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু দুই মাস পরই বদলে গেলো সেই সিদ্ধান্ত।
২২ মার্চ এক সাংগঠনিক নির্দেশে দল পরিচালনায় ব্যর্থতার কারণ দেখিয়ে, কো চেয়ারম্যান পদ থেকেই অব্যাহতি দেয়া হয় জিএম কাদেরকে। ছিলো দলে বিভক্তি তৈরির অভিযোগও। ২৩ মার্চ সংসদের প্রধান বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও, তাকে অপসারণ করে দায়িত্ব দেয়া হয় রওশন এরশাদকে।
তবে এসব সিদ্ধান্তে যারপরনাই বিস্মিত জি এম কাদের। তার অভিযোগ, দলে বিভেদ তৈরির জন্য চেয়ারম্যানকে কেউ ভুল বুঝিয়েছেন।
জি এম কাদের মনে করেন, তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন তার পক্ষেই আছে।
তবে দলের প্রেসিডিয়ামের এক সদস্য ফিরোজ রশীদ বলেন, এই সিদ্ধান্ত একান্তই চেয়ারম্যানের।
জি এম কাদেরের অভিযোগ, তার ব্যক্তিগত ভাবনা বলেও মনে করেন, জাতীয় পার্টির সিনিয়র এই নেতা।