
বিএনপি নেতা মির্জা আব্বাস
ফরিদপুরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে ২ লাখ লোকের সমাগম হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতা মির্জা আব্বাস।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে শুরু হয় এই কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে বিএনপি।
এতে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মী। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। এছাড়া রাতে মাঠেই কাটিয়েছেন অনেকে। তবে পথে পথে নানা প্রতিবন্ধকতার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির বড় জমায়েত ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়িতে তল্লাশিও করা হচ্ছে। ফরিদপুর শহরের মোড়ে মোড়ে পহারায় বসেছে পুলিশ। করা হচ্ছে তল্লাশিও। ঢুকতে দেয়া হচ্ছে না কোনো গাড়ি। এত বাধা-বিপত্তির পরও দলটির নেতাকর্মীরা সমাবেশ অংশ নিচ্ছেন।
একেএম
