করোনার কারণে প্রায় একবছর পর দুদক কার্যালয়ে এলেন তিনি মেয়াদের শেষ দিনে। কার্যসূচির শুরুতেই মতবিনিময় সভা সাংবাদিকদের সাথে। গত পাঁচ বছরের কাজের মূল্যায়ন করলেন কয়েকটি বাক্যে।
দাবি করেন, মেয়াদকালে কোন চাপ আসেনি কাজ করেছেন স্বাধীনভাবে। তবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে কখনও কখনও এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সহজ স্বীকার ইকবাল মাহমুদের।
এই মেয়াদে সবচেয়ে আলোচিত বেসিক ব্যাংক জালিয়াতি। ৬৫টি মামলা করেই অর্থ লোপাটের এই ঘটনার দায় কি শেষ করতে চায় দুদক? বরাবরের মতো একই উত্তর দিলেন তিনি।
এতকিছু পরও দাবি করেন, দুদক এখন আর নখদন্তহীন অবস্থায় নেই; যথেষ্ঠ শক্তিশালী।