জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ৫০ বছর পূর্তিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোড়ক উন্মোচন করেন 'মুক্তির ডাক' প্রকাশনার।
বঙ্গবন্ধু কন্যা তুলে ধরেন, ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট। বলেন, ঐতিহাসিক এ ভাষণেই স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে; যুদ্ধ করে বিজয় অর্জনের নির্দেশনা দেন জাতির পিতা।
যারা ৭ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিলো এর মধ্যে 'কিন্তু' খোঁজে কিংবা ছোট করতে চায়; তাদের নির্বোধ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পাকিস্তানি সামরিক জান্তার তোষামোদকারীরা না বুঝলেও দেশের মানুষ আর আন্তর্জাতিক সম্প্রদায় ঠিকই এর তাৎপর্য বুঝেছে।
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকারও কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুষ্টিমেয় লোকের সমালোচনাকে পাত্তা না দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে জনকল্যাণে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।