শনিবার (৬মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক পাঁচ চার শতাংশ।
নতুন করে আক্রান্ত হয়েছেন ৫শ' ৪০ জন। যাতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৭শ' ২৪ জন। নতুন ৮'শ ২২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ৯শ' ৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।