বিজ্ঞানমনস্ক উন্নত জাতিগঠনে সরকারের পক্ষ থেকে দেয়া হয় নানা অনুদান। এরই ধারাবাহিকতায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ৪ হাজার ১শ' ৮২ জন শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীদের দেয়া হলো 'বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ', 'এনএসটি ফেলোশিপ' ও বিশেষ গবেষণা অনুদান।
আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, জ্ঞান ও দক্ষতাসম্পন্ন মানবিক মানুষ গড়ে তোলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। জানান, দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা।
প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কাজের কারণেই দেশ আজ উন্নয়নশীল। বিজ্ঞানী-গবেষকদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার অনুরোধও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।