করোনার টিকা নেয়া ছাড়া ভবিষ্যতে যে অনেক কিছুই আটকে থাকবে সেটি একরকম নিশ্চিতই। এবার পবিত্র হজ পালনের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
হাজিদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বলে বিবৃতিতে জানানো হয়েছে। মহামারীর কারণে গত বছর সীমিত পরিসরে হজ পালনের অনুমতি দেয় সৌদি প্রশাসন। এবার ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা।
এ দিকে দেশে প্রায় একমাস হতে চললো করোনার গণটিকাদান কর্মসূচির। এখন পর্যন্ত প্রায় ৩৩ লাখেরও বেশি মানুষকে এ সেবা দিতে পারাকে বড় সফলতা হিসেবেই দেখছে সরকার। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম দফায় ভ্যাকসিন দেয়া হবে জুন-জুলাই পর্যন্ত। সে পর্যন্ত কোভ্যাক্সের ১ কোটি ৯ লাখ ভ্যাকসিনসহ মোট ৪ কোটি ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নেয়া আছে।
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, আরও তিন কোটি ডোজ টিকা কেনার জন্য, সেরাম ইনস্টিটিউটের সাথে যোগাযোগ চলছে। সেই সাথে জনসন এন্ড জনসনের টিকা পেতেও আলোচনা চলছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। আর নতুন আক্রান্ত ৬শ' ১৪ জন।