ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস বইটি মূলত ১৯৪৭ সালে ভারত ভাগের সময়ে বাংলাকে কতটা অমানবিক ও অযৌক্তিক ভাগ করা হয়েছে তাই তুলে ধরেছেন লেখক প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ।
১৯৪৭ সালে ভারত ভাগের সময়ে বাংলার একটি বাড়ির একটি দুটি তিনটি ঘরকে ভাগ করে তৎকালীন ভারত আর পাকিস্তান নামক দুটি দেশের মধ্যে কিভাবে দেয়া হয় সেই বিষয়গুলোই তুলে ধরেছেন লেখক মো: আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারত ভাগের সময়ে সবচে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বাঙ্গালীরা। কারন ঐ সময়ে বাংলা ভাগে একটি পরিবার বিচ্ছিন্ন হয়েছে, একটি সমাজ বিচ্ছিন্ন হয়েছে, একটি জাতি বিচ্ছিন্ন হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে একটি ভাষা।
এই বিভক্তির জন্য বক্তারা জিন্নাহ, নেহেরু, বল্লভ প্যাটেল ও শামা প্রসাদ মুখার্জিকে দায়ি করেন। ধর্মের ভিত্তিতে বিভক্তির ফলে ভারতে, সাম্প্রদায়িকতা দিনের পর দিন অস্বাভাবিক ভাবে বেড়ে চলছে বলে উদ্বেগ জানান, অতিথিরা।
বাংলা বিভক্তির ফলে বর্তমানে বাঙ্গালীরা দেশ প্রেমহীন হয়ে পড়েছে বলে উল্লেখ করে অতিথিরা বলেন, বাঙ্গালীদের মধ্যে এখন নিজ দেশ ছেড়ে ভিনদেশে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি ড. শামসুজ্জামান খান, কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেন।