আইনী লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গতবছরের ২৫ শে মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে ৬ মাসের জুন মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরো এক দফা বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে ১৫ মার্চ।
মেয়াদ শেষ হবার ১১ দিন আগে আবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করলো তার পরিবার। মঙ্গলবার বিএনপি নেত্রীর ভাই শামীম ইস্কানদার স্বরাস্ট্রমন্ত্রণালয়ে আবেদনটি জমা দেন।
বেগম জিয়ার আইনজীবী জানান, বিশেষায়িত চিকিৎসা দরকার। করোনা পরিস্থিতির কারনে তিনি স্বাভাবিক চিকিৎসা নিতেও পারেন নি। এবারের আবেদনেও বিদেশে নিয়ে চিকিৎসার কথা উল্লেখ করা হয়নি। শুধু জীবন রক্ষার্থে উন্নত চিকিৎসার প্রয়োজন বিষয়টি তুলে ধরা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।