সিইসি আরও বলেন, দেশের নির্বাচন কমিশনের স্বার্থে মাহবুব তালুকদার কাজ করেন না। ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু যা করা দরকার, যখন যতটুকু করা দরকার, ততটুকু করেছেন উনি।
নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে সিইসি যখন বক্তব্য দিচ্ছিলেন, মাহবুব তালুকদারসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইংয়ের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক তখন মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নির্বাচন কমিশনের সামনে বেলুন উড়িয়ে ভোট দিবসের উদ্বোধন করেন সিইসি। রাজধানীসহ দেশের সব নির্বাচন কমিশন অফিসে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।
দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ছয়শ ৬৯ জন। চূড়ান্ত এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।