রাজনীতিতে এখন বেশ আলোচনায় রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল ও পুলিশের সংঘর্ষের ঘটনা। সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই ঘটনায়র জন্য ছাত্রদলকেই দায়ী করলেন দলটির নেতারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে একটি মহল।
এদিকে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বহিরাগত ঠেকাতে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যেই টিয়ারশেল ছুড়েছে পুলিশ এমন দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আর সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের অভিযোগ, প্রেসক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ওপর হামলা করেছে ছাত্রদল।