গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হয় করোনার গণটিকাদান কর্মসূচি। প্রথম দিকে আগ্রহ কম থাকলেও; পরে বাড়ে টিকাগ্রহণকারীর সংখ্যা।
তথ্য বিশ্লেষণকারী আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, দৈনিক গড়ে টিকাগ্রহণকারীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম। আর মোট গ্রহণকারীর সংখ্যায় ১৭তম। তালিকা দুটিতে শীর্ষে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় স্থানে আছে চীন।
আইইডিসিআর বলছে, দেশের ১৩ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা আছে সরকারের। যাতে এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন, মোট জনগোষ্ঠীর ১.৮ শতাংশ।
বিজ্ঞানী এ এস এম আলমগীর জানালেন, টিকায় রোগপ্রতিরোধ ক্ষমতা বিষয়ে গবেষণার জন্য, এই সপ্তাহেই মিলতে পারে, নীতিগত অনুমোদন।
তবে, কোন টিকা কত দিন সুরক্ষা দেবে; তা এখনই বলা যাচ্ছে বলেও জানান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।