রাজধানীর তাকওয়া মসজিদে দোয়া ও মোনাজাত হয়। এতে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। আবুল মকসুদের স্বজন, বন্ধু ছাড়াও সামাজিক আন্দোলন কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আবুল মকসুদের কল্যাণকামী কাজের জন্য, তাকে যেন সৃষ্টিকর্তা জান্নাতবাসী করেন, সেই দোয়া করা হয়।
গত মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পর মারা যান তিনি। তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।