সকাল সাড়ে ৬টা। ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুমড়ে-মুচড়ে যায় বাসদুটির সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যায় ৮ জন। নিহতদের মধ্যে রয়েছেন সিলেট ওমেন্স মেডিকেল কলেজের প্রভাষক, দুই বাসের ড্রাইভার ও একজন হেলপার।
ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আহতদের পাঠানো হয় হাসপাতালে।
এদিকে সকালে ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহনের একটি বাস, বগুড়াগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরেকজনের।
নিহতদের মধ্যে দুজনের বাড়ি শাহজাহানপুর ও ধুনটে। এ ঘটনায় আটক করা হয়েছে বাস চালককে।