গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, কাশিমপুর কারাগার থেকে ওই বন্দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বয়স হয়েছিল ৫৩ বছর। এ ঘটনায় গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল হয়েছে। এ সময় তার মৃত্যুর সঠিক কারণ জানাতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
মরদেহের ময়নাতদ্ন্ত শেষে আজই পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। গত বছরের মে মাসে রমনা থানায় মুশতাক আহমেদ, কার্টুনিস্ট কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে তিনটি মামলা করে, র্যাব।
তাদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়।