বধূ তুমি কার? বিয়ে হলো বটে, তবে আনন্দময় মধুচন্দ্রিমার বদলে নানা প্রশ্নের ইনসুইং আউটসুইংয়ে জর্জরিত ক্রিকেটার নাসির আর স্ত্রী তাম্মি। অভিযোগ স্বামী রাকিবকে তালাক না দিয়েই তাম্মি হয়েছেন নাসিরের ঘরনী।
নবদম্পতির নামে প্রতারণার মামলা হয়েছে সকালে। আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাউন্সার বটে, তবে বল ছাড়লেন না নাসির। স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলনে মুখ খুললেন।
নাসিরের সাফ জবাব, সব আইন মেনেই হয়েছে বিয়ে। রানিংমেট তাম্মিও বলছেন কোনো অন্যায় নেই তার।
তবুও আইনের পিচে খেলতে আপত্তি নেই নাসিরের। বল বুঝেই ব্যাটিংয়ের ইঙ্গিত তার।
তবে প্রতিপক্ষ রাকিবের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এখনও। অপেক্ষা এখন দ্বিতীয় ইনিংক তথা পুলিশি তদন্তের।