সারা দেশে চলছে করোনা টিকা কার্যক্রম। বুধবার সকালে রাজধানীতে করোনার টিকা নিয়েছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৮ হাজার ৩৭৯ জন। আর গেলো ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন।