'উদয়ের পথে নির্ভীক' মূলমন্ত্রে দীক্ষিত বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন। আর 'শত্রু দিগন্তে বিভীষিকা' মন্ত্রে দীক্ষিত ২১ স্কোয়াড্রন। যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানে; কর্মদক্ষতার ও দেশসেবার স্বীকৃতি হিসেবে এ দুই স্কোয়াড্রনকে দেয়া হলো ন্যাশনাল স্ট্যান্ডার্ড। গণভবন থেকে এতে র্ভাচুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে ১১ ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা তুলে দেন বিমান বাহিনী প্রধান।
বক্তব্য বাহিনীর সদস্যদের দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নির্ভীকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, আধুনিক ও চৌকষ বিমান বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর।
করোনাসহ যেকোনো দুর্যোগে ভূমিকার জন্য বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।