আবাসিক হল খুলে দেয়ার আন্দোলনের আঁচ লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুপুরে প্রথমে শহীদুল্লাহ হল এবং পরে একুশে হলের তালা ভেঙে ভেতরে ঢোকে শিক্ষার্থীরা।
পরে প্রশাসনের আশ্বাসে হল ছাড়েন তারা। বিকেল ৩টায় টিএসসিতে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে, জরুরি বিজ্ঞপ্তি দিয়ে সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও তা মানেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। উল্টো ফজিলাতুন্নেছা হলের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন ছাত্রীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিনেটে হয়, হল প্রভোস্টদের জরুরি বৈঠক।
আবাসিক হল খোলার দাবিতে, কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে সকালে বের হয়, সাধারণ শিক্ষার্থীদের মিছিল। হল খুলে দিতে, ৮ দিনের সময় বেঁধে দিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।