গত বছরের ১ জুলাই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুতে আইসিসিবির সহসভাপতি পদটি শূন্য হয়। এ কে আজাদ এর আগে এ সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন।
হা-মীম গ্রুপ দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা ও বড় ব্র্যান্ডের পোশাক তৈরি হয় হা-মীম গ্রুপের বিভিন্ন কোম্পানিতে। এই গ্রুপের অধীনে বর্তমানে ২৬টি পোশাক কারখানায় রয়েছে ৩০০ প্রোডাকশন লাইন। রয়েছে সাতটি ওয়াশিং প্লান্ট। প্রতি মাসে ৭০ লাখ পিস পোশাক তৈরির সক্ষমতা রাখে হা-মীম গ্রুপের কারখানাগুলো।
১৯৮৪ সালে এ কে আজাদের উদ্যোগে এই গ্রুপের যাত্রা শুরু হয়। তার সফল নেতৃত্বে হা-মীম বিস্তৃত হয়েছে বিভিন্ন খাতে। তৈরি পোশাক ছাড়াও দৈনিক পত্রিকা, টেলিভিশন, চা বাগান, পরিবহন, রাসায়নিক প্লান্ট, সোয়েটার কারখানা, কার্টন ফ্যাক্টরি, জুট মিল, পলিব্যাগ ও লেবেল কারখানা, এমব্রয়ডারি কারখানা, সিঅ্যান্ডএফ অফিস রয়েছে এই গ্রুপের অধীনে।
এ কে আজাদ এর আগে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃত্ব দেন। তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক।
আইসিসি বিশ্বের ১৩৪টি দেশে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বিধিবিধান প্রণয়ন, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সরকারগুলোকে ধারণা দেওয়াসহ বিভিন্ন কাজ করে থাকে সংগঠনটি। ২০১৬ সালে সংগঠনটি জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যবেক্ষকের স্বীকৃতি পায়। বাংলাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে।